শিলিগুড়ি , ১৫ জানুয়ারী : ৫০ তম বর্ষ খড়িবাড়িতে শুরু হল রক্ষাকালী পুজো । ১৯৭৫ সালে অশ্বিনী কুমার দে’র হাত ধরে এই পুজোর শুরু । পরে পুজো বলাইঝোড়া রক্ষাকালী পুজো কমিটি এই পুজোর দায়িত্ব পালন করছে ।
খড়িবাড়ির বাতাসীতে ৩৫ হাত মূর্তি দিয়ে এই পুজো শুরু | এখন তা কমে ২২ হাত মূর্তিতে পুজো । বুধবার সকাল থেকেই খড়িবাড়ির রক্ষাকালী পুজোয় পূর্ণার্থীদের ঢল নামে । খড়িবাড়ি নকশালবাড়ি ছাড়াও পার্শ্ববর্তী নেপাল , বিহারের দর্শনার্থীদের ভিড় ।
পুজো উপলক্ষে রয়েছে তিন দিনব্যাপী মেলা । নিরাপত্তা ঠিক রাখতে মেলা কমিটির ভলান্টিয়ার ও খড়িবাড়ি থানার পুলিশ মোতায়েন রয়েছে । পুজোয় ৫ লক্ষ মানুষের ভিড় হবে আশা উদ্যোক্তাদের।