April 4, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Grened : পরিত্যক্ত জমিতে থাকা গ্রেনেড উদ্ধার করল সেনা বাহিনী

শিলিগুড়ি , ৪ মার্চ : চম্পাসারি এলাকায় বোমাতঙ্ক , সেনা বাহিনী পৌঁছে গ্রেনেডটি উদ্ধার করে নিয়ে যায় |

শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত চম্পাসারি গ্রাম পঞ্চায়েত এলাকার পবিত্র নগরের একটি পরিত্যক্ত জমিতে ওই গ্রেনেড টি পরে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা গতকাল ।

তৎক্ষণাৎ গ্রেনেডের ছবি তুলে প্রধান নগর থানার পুলিশের কাছে পাঠায় তারা । ঘটনাস্থলে পৌঁছায় প্রধান নগর থানার পুলিশ বাহিনী এবং খবর দেওয়া হয় সিআইডি কেও । ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জানতে পারে গ্রেনেডটি হাতে তৈরি নয় , বরং ম্যানুফ্যাকচার করা হয়েছে ।

তৎক্ষণাৎ ওই জায়গাটিকে খালি করে দেয় পুলিশ এবং সিল করে দেওয়া হয় জায়গাটিকে ।

তবে শুক্রবার ২৪ ঘন্টা পেরিয়ে গেলে ওই পরিত্যক্ত জমিতে গ্রেনেড উদ্ধার করতে পৌঁছায় সেনাকর্মীরা । আজ গ্রেনেড উদ্ধার করে তা নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *