শিলিগুড়ি , ১৪ জানুয়ারী : সকাল থেকেই আকাশে উড়ছিল বড় বড় দুটি উন্নতমানের ড্রোন । যার জন্য কৌতুহল সৃষ্টি হয় প্রশাসনিক মহলে।
মঙ্গলবার এমনই ড্রোন ওড়ার চিত্র ধরা পড়ে রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায় ।
কোথা থেকে কারা এই ড্রোন ওড়াচ্ছে তা নিয়ে শুরু হয় খোঁজখবর । অবশেষে রেল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় এনজেপি থানার । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ ঘটনার তদন্ত শুরু করে । দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে প্রায় ঘন্টা দু’য়েকের প্রচেষ্টায় ফুলবাড়ি টি পার্কের সামনে থেকে ড্রোন ওড়ানোর অভিযোগে আটক করা হয় পাঁচ ভিন রাজ্যের বাসিন্দাকে ।
মূলত ভারতের সঙ্গে বর্তমানে সম্পর্কের টানাপোড়ন চলছে প্রতিবেশী বাংলাদেশের । ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত । চলছে কাঁটাতারের বেড়া লাগানোর কাজ । অন্যদিকে বাংলাদের গাঁ ঘেষে পশ্চিমবঙ্গ অবস্থিত হওয়ায় নিরাপত্তা নিয়ে কোন খামতি রাখতে নারাজ ভারত ।
তার উপর এনজেপির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এমন ভাবে ড্রোন ওড়ায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে স্থানীয় মহলে ।
পুলিশ সূত্রে জানা গেছে যারা ওই ড্রোন গুলি ওড়াচ্ছিল তারা কোন রেলের ঠিকাদারের অধীনে কর্মরত । এনজেপি নতুন স্টেশনের কাজের তাগিদেই তারা ওই ড্রোন গুলি উড়িয়েছে । তবে স্থানীয় প্রশাসনিক মহলে অনুমতি না নেওয়ার জন্যই একটা আতঙ্কের সৃষ্টি হয়েছিল । অন্যদিকে সমস্ত বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে ।