শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : চুরির অভিযোগে অভিযুক্তকে থানায় নিয়ে গেল স্থানীয় বাসিন্দারা । ঘটনাটি ঘটেছে শনিবার ডাবগ্রাম–ফুলবাড়ী ২ নং অঞ্চলের পূর্ব হাতিয়াডাঙ্গা এলাকায় ।
শুক্রবার গভীর রাতে ওই এলাকার দুটি বাড়িতে চুরি হয় | শনিবার সকালে এলাকাবাসীরা মিলে এলাকার পঞ্চায়েতের কাছে গিয়ে অভিযোগ জানান | এরপর সেই এলাকার কিছু যুবকের ওপর সন্দেহ থাকায় পঞ্চায়েতকে সঙ্গে নিয়ে একটি বাড়িতে স্থানীয়রা অভিযান চালায় । সেই বাড়িতে চুরি যাওয়া সামগ্রী নজরে আসে স্থানীয় বাসিন্দাদের | তৎক্ষণাৎ হাতেনাতে ধরে ফেলে ২ যুবককে স্থানীয়রা । সেই দুই অভিযুক্তকে অশিঘর ফাঁড়িতে নিয়ে এসে পুলিশের হাতে তুলে দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দারা ।
স্থানীয়দের অভিযোগ , প্রায় সময় এই এলাকায় চুরির ঘটনা বেড়েই চলেছে একাধিকবার প্রশাসনকে জানানোর পরও কোনরকম সুরাহা মেলেনি । এলাকায় বেশ কিছু বেকার যুবকের নেশার উৎপাত বেড়েই চলেছে যার জেরে চুরির ঘটনা সামনে আসছে ।
প্রশাসনের কাছে অনুরোধ যাতে সঠিক তদন্ত করে বাকিদেরও ধরে কঠোরতম শাস্তি দেওয়া হয় । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ।