July 23, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Crime : কলেজ ছাত্রকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে

শিলিগুড়ি , ২৩ জুলাই : প্রতিবেশী কিশোরীর সঙ্গে কথা বলার জন্য কলেজ ছাত্রকে প্রচণ্ড মারধরের অভিযোগ উঠল শিলিগুড়ির আশিঘর ফাঁড়ির এক পুলিশকর্মীর বিরুদ্ধে । অভিযুক্ত এএসআই অমিত সরকারের বিরুদ্ধে এর আগেও অনেকবার এরকম অভিযোগ উঠেছে ।

ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে শিলিগুড়ি পুরনিগমের ৩৭ নম্বর ওয়ার্ড এর নেতাজি কলোনি এলাকায় । আক্রান্ত ছাত্র সূর্য সেন কলেজের দ্বিতীয় সেমিস্টারের পড়ুয়া জিৎ বারুই । তাকে মাঠে ফেলে এলোপাথাড়ি লাথি মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ি জেলা হাসপাতালে ।

সোমবার বিকেল সাড়ে তিনটে নাগাদ জিৎ নিজের বোনকে স্কুল থেকে আনতে যযাওয়ার সময় বাড়ির সামনের একটি মাঠে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন । সেই সময় প্রতিবেশী এক কিশোরী এসে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে বলে অভিযোগ । কিশোরীর বাবা বাইকে করে সেই সময় মাঠে আসেন , যার পিছনে বসেছিলেন অভিযুক্ত এএসআই অমিত সরকার।

অভিযোগ , আচমকা পুলিশকর্মী অমিত সরকার এসে জিৎকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করতে শুরু করেন। যুবকের দাবি , তিনি তখন মোবাইলে কিছু দেখছিলেন। জিৎ বলেন, কোনও কারণ ছাড়াই উনি মাথা, বুক আর পেটে মারেন। তিনি পরে যান । মা বাধা দিতে এলে তাকেও হুমকি দেওয়া হয় বলে অভিকযোগ ।

আক্রান্ত পড়ুয়ার মা পুতুল সাহা বারুই বলেন , পুলিশ রক্ষা করার পরিবর্তে তার ছেলেকে যেভাবে মারধর করেছে তা মেনে নেওয়া যায়না ।

ছাত্রের পরিবারের তরফে মঙ্গলবার শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে । স্থানীয় বাসিন্দাদের দাবি একজন পুলিশকর্মী কি এভাবে এক ছাত্রকে প্রকাশ্যে মারধর করতে পারেন । ইতিমধ্যে বিষয়টি কখতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *