শিলিগুড়ি , ৮ মে : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শিক্ষা সংস্কৃতির সঙ্গে সঙ্গে ক্রিড়া ক্ষেত্রের মান বাড়াতে সারা বছর ধরে সমস্ত সরকারি বেসরকারি স্কুলগুলোকে ইন্টার কোচিং ক্যাম্প এর পাশাপাশি বিভিন্ন ক্রিড়া প্রতিযোগিতা আয়োজিত হতে চলেছে । পুরনিগমের সভাকক্ষে আজকের সভায় উপস্থিত ছিলেন ক্রিড়া জগতের সঙ্গে যুক্ত প্রাক্তন খেলোয়াড় ছাড়াও কাউন্সিলর , স্কুলের ক্রিড়া শিক্ষক সহ সকলে | আজকের দীর্ঘক্ষণ আলোচনায় সকলের বক্তব্য শোনের মেয়র , ডেপুটি মেয়র , কমিশনার সহ পুর আধিকারিকরা ।
আলোচনা শেষে ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান , সারা বছর বিভিন্ন ক্রিড়া সংগঠিত করা হবে তার প্রস্তুতি কিভাবে হবে তা নিয়ে আলোচনা হয়েছে । এছাড়াও সারা বছর প্রতিযোগিতা থেকে প্রতিভা তুলে আনা হবে । এই বক্তব্যের পাশাপাশি শহরবাসীকে আরেকটি খুশির খবর দেন ডেপুটি মেয়র । আবার শিলিগুড়ি কার্নিভাল হতে চলেছে তার প্রস্তাব রূপে এসেছে।আগামীতে সব বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ।