শিলিগুড়ি , ২৫ অগাষ্ট : সিভিক ভলান্টিয়ার এগিয়ে এলেন আহত এক মহিলার সাহায্যে ।
যখন গোটা রাজ্যে সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নানান অভিযোগ উঠে আসছে ঠিক সেই সময়ে শিলিগুড়ির এক সিভিক ভলান্টিয়ার জখম মহিলাকে ভর্তি করলেন হাসপাতালে ।
বেলা তখন বারোটা ।
শিলিগুড়ির শান্তিনগর বিনয় মোড়ের মুক্তি মন্ডল শিলিগুড়ি পুরনিগমের সামনে দিয়ে পায়ে হেঁটে কোর্ট মোড় হয়ে যাচ্ছিলেন । আচমকাই একটি বাস তাকে ধাক্কা মারলে তিনি পথে পড়ে যান এবং গুরুতর জখম হন ।
দৃশ্য দেখে অনেকেই ভিড় জমিয়েছিলেন ওই সময় তবে এগিয়ে আসেননি কেউ ।
কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার শম্ভু রায় এগিয়ে আসেন |
শম্ভু রায়ের বাড়ি বাগডোগরা প্রমোদনগর । কাছারি রোডে ডিউটি ছিল তার । শম্ভু রায় এসে মুক্তি মন্ডলকে পথ থেকে উদ্ধার করেন এবং একটি ই রিক্সায় চাপিয়ে হাসপাতালের দিকে রওনা দেন। হাসপাতালে নিয়ে এসে সোজা ইমার্জেন্সিতে ।
চিকিৎসকরা মুক্তি মন্ডলের পরিস্থিতি দেখে তাকে এক্সরে করতে বলেন এবং হাসপাতালে ভর্তি করার নির্দেশ দেন। মুক্তি মণ্ডল বাড়ির ঠিকানা থেকে শুরু করে বাড়ির ফোন নম্বর কিছুই বলতে পারছিলেন না। আর এই কারণে তার বাড়িতে খবর দেওয়ার কোন উপায় পায় পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ এবং ওই সিভিক ভলেন্টিয়ার।
ইমারজেন্সি থেকে এক্স রে রুম সারাক্ষণ দাঁড়িয়েছিল শম্ভু রায় ।
পদস্থ কর্তাদের অনুমতি ছাড়া ক্যামেরার সামনে কিছু বলতে চাননি শম্ভু রায় । শুধু এটকুই বলেছেন মানবিকতার জন্য তিনি এগিয়ে এসেছেন । বর্তমানে শিলিগুড়ি জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুক্তি মন্ডল ।