মালদা , ৮ নভেম্বর : দক্ষিণ দিনাজপুরের বোল্লা কালী মেলা থেকে মালদার দিকে ফেরার সময় ৫১২ নম্বর জাতীয় সড়কের গাজোলের দেওতলা এলাকায় একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা এক পিকআপ ভ্যানকে ধাক্কা মারে শনিবার সকালে | এমনকি ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশেই বসে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে । যার জেরে গুরুতর আহত হন ওই ব্যক্তি |
বর্তমানে তিনি গাজোল স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে , তার নাম ওম প্রকাশ সাহা (৪৭)। দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই জাতীয় সড়ক এলাকায় স্পীড ব্রেকার দেওয়ার দাবি তুলেছেন স্থানীয়রা ।
প্রায় ঘন্টাখানেক যান চলাচল বন্ধ করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এর জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয় দেওতলা এলাকায় । পরে গাজোল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

