শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : বিহার থেকে শিলিগুড়ি এসে গো কার্ট রেসিং করতে গিয়ে বিপত্তি ।
গতকাল স্কুল ট্রিপ বিহার থেকে শিলিগুড়ি এসে পৌঁছায় বিহারের এক স্কুলের বেশকিছু পড়ুয়া এবং তাদের অভিভাবক হিসেবে এসে পৌঁছায় সেই স্কুলের দু থেকে চার জন শিক্ষক-শিক্ষিকা । তাদের মধ্যেই এক শিক্ষিকার কন্যা সন্তানও ছিল এই স্কুল ট্রিপের অংশীদার । বিহারের সেই স্কুল গ্রুপ টি শিলিগুড়ি পৌঁছেই প্রথমে পৌঁছে যায় শিলিগুড়ি দাগাপুরস্থিত একটি পার্কে এবং সেখানেই তারা শুরু করে গো কার্ট রেসিং।
সেই স্কুল শিক্ষিকার কন্যা সন্তান অকৃতি সারেন ও শুরু করে গো কার্ট রেসিং। সে সময় ঘটে যায় বিপত্তি। বিহারের সেই স্কুল ছাত্রীর চুল ফেসে যায় গো কার্ট মেশিনে। চুল সহ মাথার স্কাল্প উঠে আসে গো কার্ট মেশিনের সঙ্গে । পরিবারের অভিযোগ দাগাপুরের সেই পার্কে গো কার্ট রেসিং করানো হলেও দেখা হয় না কোন রকম সেফটি মেজর । কোনরকম হেলমেট ও চুল বাধা ছাড়াই তারা শুরু করে দিয়েছিল গো কার্ট রেসিং।
সেই কারণেই ঘটে যায় এত বড় বিপত্তি । বর্তমানে সেই স্কুল পড়ুয়া ভর্তি রয়েছে মাটিগাড়ার এক বেসরকারী হাসপাতালে । গতকাল রাতে সেখানে তার জটিল অস্ত্রপচার হয়েছে | এখনও আশঙ্কাজনক অবস্থাতেই মাটিগাড়ার সেই নিজেই হাসপাতালে ভর্তি আকৃতি সারেন । পরিবারের অভিযোগ দাগাপুরের সেই পার্কের গাফিলতির কারণেই এত বড় দুর্ঘটনার শিকার হয়েছে ভিন রাজ্য থেকে স্কুল ট্রিপে আসা পড়ুয়া ।