শিলিগুড়ি , ৯ মে : প্রচুর মোবাইল ফোন উদ্ধার উদ্ধার হয় ৪৪টি মোবাইল ফোন । এরপর শিলিগুড়ি থানায় মোবাইল ফোন চুরি এবং হারিয়ে যাওয়া সংক্রান্ত সমস্ত অভিযোগ খতিয়ে দেখে সেই সমস্ত অভিযোগে থাকা মোবাইলের আইইএমআই নম্বরের সঙ্গে উদ্ধার হওয়া মোবাইলের আইইএমআই নম্বর মিলিয়ে মালিকের খোঁজ চালায় শিলিগুড়ি থানার পুলিশ ।
আজ শিলিগুড়ি থানায় উদ্ধার হওয়া ৪৪ টি মোবাইলের প্রকৃত মালিককে ডেকে তাদের হাতে সেই সমস্ত মোবাইল ফোনগুলি তুলে দিল শিলিগুড়ি থানার পুলিশ । শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি রবিন থাপা , শিলিগুড়ি থানার আইসি প্রসেনজিৎ বিশ্বাস সহ শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরা ওই ৪৪ জনের হাতে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তুলে দেন ।
পুলিশ সূত্রে জানা গেছে দুষ্কৃতীদের হেফাজত থেকে উদ্ধার হওয়া মোবাইল গুলি প্রকৃত মালিকের হাতে তুলে দিয়েছে শিলিগুড়ি থানার পুলিশ এবং আগামীতেও একই প্রচেষ্টা চালাবে শিলিগুড়ি থানা ।