শিলিগুড়ি , ২০ এপ্রিল : শিলিগুড়ি শহরে চলছে এখন ও প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহার । বিগত সময় শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হলেও বন্ধ হয়নি প্লাস্টিক ক্যারিব্যাগ এর ব্যবহার। ফলে পুনরায় শিলিগুড়ি শহরকে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করেছে শিলিগুড়ি পুরনিগম ।
বৃহস্পতিবার শিলিগুড়ি পুরনিগমের ২ নম্বর বোরো কমিটির উদ্যোগে প্লাস্টিকের বিরুদ্ধে এক সচেতনতা মূলক প্রচার অভিযান চালানো হয় বিধান মার্কেট এলাকায় । আগামীতে প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ না হলে করা পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান আধিকারিকরা ।