September 11, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ দেশ বিদেশ

Border : নেপাল থেকে দলে দলে মানুষ ফিরছে ভারতে

শিলিগুড়ি , ১১ সেপ্টেম্বর : নেপাল থেকে দলে দলে মানুষ ফিরছে ভারতে ।
কেউ নেপালে কাজ করতে গিয়েছিলেন অশান্ত পরিবেশে ফিরে আসছেন নিজের দেশে । আবার কেউ চিকিৎসার জন্য চলে আসছেন ভারতে ।


বৃহস্পতিবার সকাল থেকেই নেপাল থেকে ভারতে শতাধিক মানুষ এসেছেন । ভারত নেপাল সীমান্তের দার্জিলিং জেলার পানিট্যাংকি সীমান্ত দিয়ে দলে দলে লোকজনকে ঢুকতে দেখা যায়। তবে তারা কি কারণে নেপালে গিয়েছিলেন এবং কেন নেপাল থেকে ফিরছেন, পাশাপাশি তাদের নাগরিকত্বের পরিচয় পত্রের নথি সবকিছুই এস এস বি নথিভুক্ত করছে ।
পাশাপাশি দার্জিলিং জেলা পুলিশ সদা সতর্ক ।

পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্য থেকে প্রচুর মানুষ নেপালে বিভিন্ন কোম্পানিতে এবং দোকানে কাজ করেন। আজ সকাল থেকে নেপাল কিছুটা শান্ত থাকায় তারা নেপাল থেকে ভারতমুখী হন ।
ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকির মেচি ব্রিজের ওপর এসএসবির চেকিং পয়েন্টে তাদের প্রত্যেকের নাম ঠিকানা এবং তাদের নাগরিকত্বের নথির প্রত্যয়িত নকল রাখা হয়।
এস এস বির তরফ থেকে জানা গিয়েছে ভারত থেকে কোন ভারতীয়কে নতুন করে নেপালে ঢুকতে দেওয়া হচ্ছে না । তবে নেপালের বাসিন্দা যারা ভারতে থাকেন এবং বিভিন্ন দেশে যারা ছিলেন তারা নেপালে ঢুকতে চাইছেন তাদেরকে সরকারি নিয়ম-নীতি মেনে নেপালে ঢুকতে হচ্ছে ।


দার্জিলিং জেলা পুলিশের পুলিশ সুপার প্রবীণ প্রকাশ বলেন , সীমান্তের দিকে কড়া নজর রেখেছে দার্জিলিং জেলা পুলিশ। নেপালের পরিস্থিতি আজ অনেকটাই শান্ত। আর সেই কারণেই নেপালে গিয়ে যারা আটকে পড়েছিলেন তারা ভারতে ফিরছেন ।
অপরদিকে টানা চারদিনের নেপালের এই অশান্তির কারণে খাদ্যপণ্যের অভাব দেখা দিয়েছে নেপালে । নেই রান্নার গ্যাস , বাজার বন্ধ । আজ অনেক কারফিউ শিথিল করা হয়েছে । আর এই কারণেই নেপালে যারা কাজে গিয়েছিলেন সপরিবারে তারা ফিরছেন ভারতে । নেপাল থেকে ভারতের দিকে যারা আসছেন রাজ্য পুলিশ প্রশাসনের তরফ থেকে তাদেরকে খাবার বিতরণ করা হয় বৃহস্পতিবার ।

অপরদিকে চার দিন ধরে ভারত নেপাল সীমান্তের পানিট্যাংকিতে আটকে রয়েছে প্রায় চার হাজার ট্রাক । আজ তিন দিন পর তেলের ট্যাঙ্কার রওনা দিয়েছে নেপালের উদ্দ্যেশে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *