December 3, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Police : নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল পুলিশ

শিলিগুড়ি , ১৪ ডিসেম্বর : নিষিদ্ধ শব্দবাজি নিষ্ক্রিয় করল এনজেপি থানার পুলিশ ও সেনাবাহিনী |
চলতি বছরের মে মাসে এনজেপি থানার পুলিশের হাতে ধরা ১০ টন নিষিদ্ধ শব্দবাজি । মূলত শারদীয়া উৎসবকে লক্ষ্য করেই বহি:রাজ্য থেকে প্রচুর শব্দ বাজি ঢোকে এ রাজ্যে । এমনই শব্দবাজি বিক্রির উদ্দেশ্যে জড়ো করেছিল কিছু অসাধু ব্যবসায়ী। সেখানেই হানা দিয়ে লক্ষাধিক টাকার শব্দবাজি উদ্ধার করে এনজেপি থানার পুলিশ। পরবর্তীতে আদালত নির্দেশ দেয় সেই শব্দবাজি গুলিকে নিষ্ক্রিয় করার । সেই মতো সেনাবাহিনী সহযোগিতায় বৃহস্পতিবার মহানন্দা নদীর চরে এই শব্দবাজি গুলিকে নিষ্ক্রিয় করা হয়।

সে সময় যাতে কোন রকম দুর্ঘটনা না ঘটে তার জন্য প্রস্তুত থাকতে দেখা যায় দমকল বাহিনীকে । সেনাবাহীনির লেফটেন্যান্ট কলোনেল বি মিত্র ও এনজেপি থানার এস আই গৌতম লস্কর এর উপস্থিতিতে এই শব্দবাজি গুলি নিষ্ক্রিয় করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *