November 21, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা রাজনীতি

Forest : বনাঞ্চলের মাঝে বিলাসবহুল আবাসন ! সরব হলেন বিধায়ক

শিলিগুড়ি , ৩ মার্চ : লাটাগুড়িতে বনাঞ্চলের মাঝে তৈরি হচ্ছে একটি বিলাসবহুল আবাসন । এর বিরুদ্ধে প্রশ্ন তুলে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠক করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সাংবাদিক বৈঠক থেকে তিনি অভিযোগ করেন , আইন অনুযায়ী ঘন বনাঞ্চলের মাঝে এত বড় কংক্রিটের বিল্ডিং করা আইন বিরোধী | তাহলে কি করে এই বিল্ডিং তৈরি হচ্ছে ।

এই প্রশ্ন তুলে তিনি ৬ ফেব্রুয়ারী রাজ্য বনদপ্তরকে চিঠি পাঠিয়েছিলেন বলে জানান | অন্য সংশ্লিষ্ট দপ্তরকে তিনি সেই চিঠি পাঠিয়েছেন বলে জানান | তবে এখনও পর্যন্ত তিনি কোনো সদুত্তর পাননি বলে জানান ।

আগামীতে উত্তরবঙ্গের সমস্ত পরিবেশপ্রেমী সংগঠনদের চিঠি তিনি এই বিষয়টি এবার জানাবেন বলে জানান | এমনকি গ্রীন বেঞ্চ ট্রাইবুনালে ও এই প্রজেক্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বিধায়ক বলে জানান । এই বিল্ডিং তৈরি হলে বনাঞ্চলের ক্ষতি হবে , সাথে এটি উত্তরবঙ্গের পর্যটন ক্ষেত্রেও প্রভাব ফেলবে । তাই এর বিরোধিতায় সরব হয়েছেন বিধায়ক ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *