শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : আমরণ অনশনের ডাক ফুলবাড়ী বর্ডার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন , ফুলবাড়ী এক্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন , ফুলবাড়ি ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও সিএনএফ অ্যাসোসিয়েশনের । আগামী ২৯ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই অনশন | শুক্রবার সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে সে কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
মূলত তিন দফা দাবিতে তাদের এই অনশন । ইতিমধ্যেই এই তিন দফা দাবিকে সামনে রেখে গত ২ ডিসেম্বর সাতটি দপ্তরে চিঠি পাঠিয়েছেন তারা । তবে এখনও কোনো রকম সদুত্তর মেলেনি । যার জন্য আগামী রবিবার থেকে এই আমরণ অনশনের সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের সদস্যরা।
তাদের দাবি সুবিধা পোর্টালের আওতায় ভুটান ট্রাকদেরও নিয়ে আসতে হবে আর না হলে ভারতীয় ট্রাক চালকরা এই পোর্টাল অ্যাপের আওতায় আসবে না । অবৈধভাবে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে মডিফাই হয়ে ভুটানের ট্রাক প্রবেশ করছে। তাদের অভিযোগ ১০ চাকার ট্রাক মডিফাই হয়ে ১৬ চাকায় রূপান্তরিত হয়ে প্রবেশ করছে ফুলবাড়ী বাংলাদেশ বর্ডারে | সেখান থেকে অবৈধভাবে চলে যাচ্ছে বাংলাদেশে । কেন এমনটা হচ্ছে সেই নিয়ে জবাব দিতে হবে প্রশাসনকে |
আগামী রবিবার থেকে অনশনে বসতে চলেছেন এই চার সংগঠনের সদস্যরা ।