শিলিগুড়ি , ২৮ জুলাই : আবারও শিলিগুড়িতে নারী পাচারচক্রের হদিশ । শিলিগুড়ি জংশন এলাকা থেকে উদ্ধার হল তরাই ডুয়ার্স এলাকার ৩৪ জন যুবতী । পাচারের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে প্রধাননগর থানার পুলিশ । তদন্তে নেমে পুলিশের অনুমান , এই চক্র পরিচালিত হচ্ছিল তামিলনাড়ু থেকে ।
পুলিশ সূত্রে খবর , ধৃতদের নাম গৌতম রায় সহ আরও দুই ব্যক্তি । তারা স্বীকার করেছে , যুবতীদের রাঁচি ঘুরে তামিলনাড়ুতে পাচার করা হচ্ছিল । ইতিমধ্যেই মানব পাচার আইনে মামলা রুজু করে ধৃতদের শিলিগুড়ির আদালতে তোলা হয় এবং ৫ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানায় পুলিশ।
ডিসিপি (ওয়েন্ট) বিশ্বচাঁদ ঠাকুর জানিয়েছেন, “ঘটনার প্রাথমিক তদন্তে পাচারের চেষ্টার স্পষ্ট প্রমাণ মিলেছে। নথিপত্রও খতিয়ে দেখা হচ্ছে । ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।”
অন্যদিকে আদালতে নিয়ে যাওয়ার সময় ধৃত গৌতম রায়ের দাবি , যুবতীদের সঙ্গে যাওয়ার সমস্ত বৈধ কাগজ পুলিশকে দেওয়া হয়েছে। তবুও তাকে ফাঁসানো হচ্ছে ।
এদিকে , উদ্ধার হওয়া যুবতীদের তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে । পাচারের আগেই যুবতীদের উদ্ধার করায় এটিকে বড় সাফল্য হিসেবে দেখছে শিলিগুড়ি পুলিশ ।