শিলিগুড়ি , ২৭ জুলাই : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ৩৪ জন তরুণীকে উদ্ধার করল প্রধাননগর পুলিশ | গতকাল প্রধাননগর জংশন এলাকা থেকে এক গার্মেন্টস কারখানায় কাজের নাম করে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল ৩৪ জন তরুণীকে | পাচারের আগেই তাদের উদ্ধার করে পুলিশ |
ঘটনাস্থল থেকে তিনজন এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতরা হল গৌতম রায় (২৮) , পেত্রুস বেক (৪২) , জয়শ্রী পাল (৩২) |
তদন্তে জানা যায় , তরুণীদের তামিলনাড়ুর কাঈকাট্টিপুদুর এলাকার একটি পোশাক কারখানায় (SP Apparels Ltd) কাজে পাঠানো হচ্ছিল । তবে অভিযুক্তদের বয়ান সন্তোষজনক না হওয়ায় এবং উপযুক্ত নথিপত্র না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে ।
ঘটনায় প্রধাননগর থানায় নির্দিষ্ট (মামলা নং ৫২২/২৫, তারিখ ২৭.০৭.২৫) ভারতীয় দণ্ডবিধির ১৩৭(২)/১৪৩(৩)/৬১(২) ধারায় মামলা রুজু করা হয়েছে । অভিযুক্তদের আজ আদালতে পেশ করা হবে ।