শিলিগুড়ি , ২৪ জুলাই : চাকরির প্রলোভন দেখিয়ে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার সময় ৫৬ জন তরুণীকে উদ্ধার করে | ওই ঘটনার তদন্তে নেমে আরও দুই জনকে গ্রেপ্তার করল
নিউ জলপাইগুড়ি জিআরপি ।
এই ঘটনায় জিতেন্দ্র কুমার এবং চন্দ্রিমা করকে গ্রেপ্তার করে ইতিমধ্যে মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠায় জিআরপি। আদালতের কাছ থেকে ধৃতদের ছয় দিনের রিমান্ড পায় জিআরপি । গতকাল দুপুরে জিতেন্দ্র কুমার কে নিয়ে ঠাকুরনগরের ওই ইনস্টিটিউট এবং পার্শ্ববর্তী একটি হোটেলে হানা দেয় জিআরপি ।
ওই ইনস্টিটিউট থেকে মঙ্গলবার প্রচুর তথ্য এবং নথি উদ্ধার করে জিআরপি । পাশাপাশি ওই ইনস্টিটিউট এর পার্শ্ববর্তী একটি হোটেল থেকেই চাকরীর প্রলোভন দেখিয়ে তরুণী পাচারের ঘটনায় আরও ২ জনকে গ্রেপ্তার করে জিআরপি । অবশেষে জিআরপির হাতে গ্রেপ্তার হয় সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর বীরেন্দ্র প্রতাপ সিং এবং ছত্তিশগড়ের বাসিন্দা মনোজ কুমার । তিনি নিজেকে নির্দোষ এবং তার সংস্থার সমস্ত নথি আছে বলেই দাবি করেন ।
কিন্তু তদন্তের স্বার্থে জিআরপি ওই ২ ব্যক্তিকে হোটেল থেকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং বুধবার তাদের কথাবার্তায় অসঙ্গতি মেলায় দু’জনকেই গ্রেপ্তার করে । আজ ধৃত দু’জনকে জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি জিআরপি । জলপাইগুড়ি আদালতে দু’জনকে তুলে আজ পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে ।