July 22, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Trafficking : ভুয়ো সরকারী প্রশিক্ষণের আড়ালে মানব পাচারের নেটওয়ার্ক

শিলিগুড়ি ,  ২২ জুলাই  : অফিস ভাড়া মাসে এক লক্ষ টাকা | এখান থেকেই মানব পাচারের নেটওয়ার্ক চলতো শিলিগুড়িতে । একদিকে কেন্দ্রীয় সরকারের গ্রামীন কৌশল্যা যোজনা অন্যদিকে লেখা উৎকর্ষ বাংলা , কেন্দ্র থেকে রাজ্য সরকারের যুব কর্মসংস্থান প্রকল্পের আড়ালে নারী পাচার ! এমনটাই অনুমান রেল পুলিশের |

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ৫৬ জন যুবতীকে গতকাল উদ্ধার করে রেল পুলিশ । এনজেপি জিআরপি ও আরপিএফের যৌথ অভিযানে ৫৬ জন যুবতীকে রেলের একটি কামরা থেকে উদ্ধার করা হয় । তাদের জিজ্ঞাসবাদে একাধিক অসঙ্গতি উঠে আসে ৷ ব্যাঙ্গালুরুতে নিয়ে যাওয়ার নাম করে তাদেরকে উঠানো হয়েছিল বিহারগামী একটি ট্রেনে ৷ টিকিট চেকারের সন্দেহ হওয়ায় রেল পুলিশ ও জিআরপির তত্বাবধানে যুবতীদের ট্রেন থেকে নামিয়ে নেওয়া হয় ।

এই ঘটনায় ৫৬ জন যুবতীকে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার অভিযোগে জিতেন্দ্র পাসওয়ান এবং চন্দ্রিমা করকে আটক করে জিআরপি। ঐ দুজনকে আটক করে জিজ্ঞাসবাদ করতে সেখানেই একাধিক অসঙ্গতি দেখা যায় । ওই যুবতীদের ভিন রাজ্যে কাজের জন্য নিয়ে যাওয়ার নির্দিষ্ট কোন নথি না দেখাতে পারায় তাদের গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন ঠাকুরনগর ভিআইপি মোড় এলাকায় একটি বহুতল বাড়ি ভাড়া করে প্রায় তিন বছর ধরে সেখানেই এই কারবার চলত বলেই জানিয়েছে জিআরপি । ভাড়া নেওয়া বহুতল বাড়ির বাইরে ছিল দিন দয়াল উপাধ্যায় গ্রামীন কৌশল্যা যোজনা ও রাজ্যের উৎকর্ষ বাংলার লোগো লাগানো ব্যানার।

লক্ষাধিক টাকা ভাড়া দিয়ে সেই বহুতল ভাড়া নিয়েছিল তারা । কেন্দ্র ও রাজ্যের যুব কর্মসংস্থান প্রকল্পের আওতায় এই মানব পাচারের কাজ চলছিল বলে মনে করছে পুলিশ ৷ কারন কেন্দ্র বা রাজ্য যুব কর্মসংস্থান প্রকল্পের কোন সঠিক নথিও পায়নি পুলিশ।

এ বিষয়ে শিলিগুড়ি জিআরপির ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পারিজাত সরকার সাংবাদিক বৈঠক করে জানান , “দু’জনকে গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হয়েছে ৷ আমরা সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়েছি । তবে তারা ব্যাঙ্গালুরুর যে মোবাইল কোম্পানির নাম করে এই যুবতীদের নিয়ে যাচ্ছিল তারও কোন সঠিক নথি নেই। অন্যদিকে কেন্দ্র বা রাজ্য সরকারের প্রকল্পের যে ব্যানার লাগানো ছিল তারও কোন সঠিক নথি এখনও পাওয়া যায়নি ।

ওই বহুতলে হোটেল ম্যানেজমেন্টের প্রশিক্ষন দেওয়া হয়েছে বলে জানানো হয় । একাধিক অসঙ্গতি রয়েছে তাদের বক্তব্যে। চন্দ্রিমা কর ও জীতেন্দ্র কুমার পাসওয়ান এদের নিয়ে যাচ্ছিল। তাদের গ্রেপ্তার করা হয়েছে । ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। মানব পাচারের মামলা রজু করা হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *