March 12, 2025
Sevoke Road, Siliguri
জীবনধারা

Festival : শহরে প্রথম তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল

শিলিগুড়ি , ২৩ ফেব্রুয়ারী : এই প্রথম শহর শিলিগুড়িতে অনুষ্ঠিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল । এই ফেস্টিভ্যালে উপচে পড়ল ভিড় ।

দার্জিলিং জেলা প্রশাসন , শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ ও শিলিগুড়ি পুরনিগমের যৌথ উদ্যোগে এই প্রথম শহর শিলিগুড়ির সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত রবিবার আয়োজিত হল তেরাই হিমালয়ান ফেস্টিভ্যাল ।

এদিন এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন দার্জিলিং জেলাশাসক প্রীতি গোয়েল , শিলিগুড়ি মেয়র গৌতম দেব , শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার সি সুধাকার , পুরনিগমের ডেপুটির রঞ্জন সরকার , এসডিও শিলিগুড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা ।

মূলত এই ফেস্টিভ্যালে ফ্লাওয়ার শো , পেট শো , আর্ট এক্সিবিশন সহ বেশ কিছু কার্যকলাপ অনুষ্ঠিত হবে এই দশ ঘন্টা ব্যাপী । যার মধ্যে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও । বিশেষ করে দার্জিলিংয়ের ঐতিহ্য এবং সংস্কৃতিকেও তুলে ধরা হবে এই ফেস্টিভ্যালের মঞ্চে । পাশাপাশি যেহেতু বেলা বারোটা থেকে রাত দশটা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে সে কারণে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত জরুরীকালীন ব্যবস্থা মোতায়েন রাখা হয়েছে ।

এছাড়াও এই অনুষ্ঠান চলাকালীন থাকছে পুলিশি বিশেষ নজরদারি | যেহেতু শহরের গুরুত্বপূর্ণ রাস্তা সেবক মোড় থেকে এয়ারভিউ মোড় পর্যন্ত অনুষ্ঠান চলাকালীন বন্ধ থাকবে , সে কারণে মানুষের কোন যাতে চলাচলের সমস্যা না হয় সেদিকে নজর রাখছে বিশেষ ট্রাফিক ব্যবস্থা । ঘুর পথ দিয়ে সমস্ত গাড়ি যাওয়া আসা করবে বলে আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের তরফে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *