August 30, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা দেশ

Heritage : হেরিটেজ স্টেশন হতে চলেছে “শিলিগুড়ি টাউন স্টেশন”

শিলিগুড়ি , ৩০ অগাস্ট : শিলিগুড়িবাসীর বহুদিনের দাবি পূরণের পথে । এবার হেরিটেজ স্টেশনের মর্যাদা পেতে চলেছে “শিলিগুড়ি টাউন স্টেশন” । শুক্রবার শিলিগুড়ি বিধায়ক শংকর ঘোষের কাছে রেলমন্ত্রীর তরফে একটি চিঠি এসে পৌঁছায় ।

বিধায়ক শংকর ঘোষ জানিয়েছেন , পার্লামেন্টে তিনি বিষয়টি তুলে ধরেছিলেন । দীর্ঘদিন ধরে শিলিগুড়িবাসীর দাবি ছিল টাউন স্টেশনকে হেরিটেজ স্টেশন হিসেবে ঘোষণা করা হোক। রেল দপ্তরের পক্ষ থেকে ইতিবাচক সাড়া এসেছে । এবার শুধু রাজ্য সরকারের সহযোগিতা দরকার ।

রাজ্য যদি উদ্যোগ নেয় , তাহলে শিলিগুড়ির উন্নয়নে অনেক বড় পদক্ষেপ নেওয়া সম্ভব।

তবে বিধায়ক এও অভিযোগ তুলেছেন যে , শিলিগুড়ির মেয়র বা রাজ্যের কোনো মন্ত্রী এই বিষয়ে কখনও আগ্রহ দেখাননি । তিনি সহযোগিতার হাত বাড়িয়ে দিলেও , মেয়র সাহেব প্রস্তাব নিয়ে আসেন না । এমনকি দেখা করতেও চান না।
তিনি জানান , এখন রাজ্য এবং কেন্দ্র সরকারের সহযোগিতায় শহরবাসীর দাবি পূরণ হবে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *