শিলিগুড়ি , ৯ জানুয়ারী : উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এবার সরব হলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ ।
সাংবাদিক বৈঠকের মাধ্যমে তিনি বলেন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা বেহাল অবস্থায় পড়ে রয়েছে | নজর নেই রাজ্য সরকারের। তার অভিযোগ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ সহ উত্তরবঙ্গের একাধিক সুপার স্পেশালিটি হাসপাতাল গুলিকে পঙ্গু করে রেখেছে রাজ্য সরকার । এই হাসপাতালগুলোতে অনেক পরিষেবাই মেলে না । তবে এই সমস্ত হাসপাতাল এবং মেডিকেল কলেজের আশেপাশে গড়ে ওঠা প্রাইভেট নার্সিং হোমগুলিতে সেই পরিষেবা মেলে টাকার বিনিময়ে ।
তবে কেন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলিতে সেই সমস্ত পরিষেবা চালু করছে না রাজ্য সরকার সেই প্রশ্ন শংকর ঘোষের । তার মতে এই সমস্ত কিছুই বেসরকারি নার্সিংহোম গুলিকে আর্থিক সুবিধা দেওয়ার জন্যই করা হচ্ছে । যাতে বেসরকারি নার্সিংহোম গুলি উপার্জন করতে পারে । এছাড়াও জায়গায় জায়গায় গড়ে ওঠা প্যাথলজিক্যাল ল্যাব গুলির কোনো লাইসেন্স রয়েছে কিনা বা এই অনুমোদন কারা দিচ্ছে সেই বিষয়েও প্রশ্ন তোলেন বিধায়ক শংকর ঘোষ।
তিনি বলেন এই বিষয়ে তিনি সিওএমএইচ এর কাছে তথ্য জানার জন্য আবেদন করবেন এবং সবটা খতিয়ে দেখবেন ।
পাশাপাশি তিনি এই সমস্ত বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আবারও চিঠি পাঠাবেন । দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে এই সমস্ত বিষয়ে কথা বলবেন ও কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানাবেন উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় ।