শিলিগুড়ি , ১৩ এপ্রিল : শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সে বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত রূপ শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
শিলিগুড়ি এবং তার পার্শ্ববর্তী এলাকার প্রায় ২০ থেকে ২৫ টি স্বেচ্ছাসেবী সংগঠন ও স্বেচ্ছাসেবকরা একত্রিত হয়ে একসাথে ছাদের তলায় একটি অ্যাসোসিয়েশনের নামে আবদ্ধ হয়েছে। যেই অ্যাসোসিয়েশনের নাম দেওয়া হয়েছে শিলিগুড়ি সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।
এদিন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট প্রিয়া রুদ্র বলেন , আগামী দিনে এই অ্যাসোসিয়েশন আরও ভাল কাজ করবে। এছাড়াও স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজ সেবকদের আপদে-বিপদে যাতে পাশে দাঁড়ানো যায় সেই লক্ষ্যমাত্রা রেখেই এই অ্যাসোসিয়েশনের শুরু ।
অন্যদিকে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অরিন্দম সান্যাল বলেন , খুব দ্রুতই এই অ্যাসোসিয়েশনের লক্ষ্যমাত্রা ঠিক করা হবে । কি কি কাজ এই অ্যাসোসিয়েশন করবে সেই নিয়েও বিস্তারিত জানানো হবে সকলকে। এছাড়াও আরো কিভাবে এই অ্যাসোসিয়েশনের অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজসেবকরা যুক্ত হতে পারেন সে দিকেও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।