October 5, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Puja : দুর্গা পুজোর গাইড ম্যাপ ২০২৪ প্রকাশ

শিলিগুড়ি , ২ অক্টোবর : শিলিগুড়িতে দুর্গা পুজোর গাইড ম্যাপ ২০২৪ প্রকাশ করলেন পুলিশ কমিশনার । শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে প্রতিবারের মত এবারও প্রকাশিত হল শিলিগুড়ির পুজো গাইড ম্যাপ ।

এদিন শিলিগুড়ির মাল্লাগুড়িস্থিত পুলিশ কমিশনারেট আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর , ট্রাফিক ডিসিপি বিশ্বচাঁদ ঠাকুর , ডিসিপি ইস্ট , রাকেশ সিং , ডিসিপি হেডকোয়ার্টার তন্ময় সরকার সহ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সকল উচ্চপদস্থ কর্তারা ।

পুজোর গাইড ম্যাপের উদ্বোধনের পাশাপাশি সাধারণ মানুষকে কমিশনার সি সুধাকর অনুরোধ করেন , স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলেন | এছাড়াও পুজোর কটাদিন শহর শিলিগুড়িকে পুলিশি নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হবে । বড়ো বড়ো পুজো মণ্ডপ গুলিতে ড্রোনেরমাধ্যমে নজরদারি করা হবে।

পাশাপাশি পুজোর দিনগুলি শহরের যানজট যাতে সৃষ্টি না হয় সেক্ষেত্রে বড় যানবাহন গুলিকে বিকেল ৪ টা থেকে শহরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *