শিলিগুড়ি , ১২ অগাষ্ট : নক্সালবাড়িতে ‘ আমাদের পাড়া , আমাদের সমাধান ‘ প্রকল্পের সূচনা হল আজ |
পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর তত্ত্বাবধানে নক্সালবাড়ি ব্লকের অন্তর্গত সাতভাইয়া ডিভিশন ৯৯ ও আজমাবাদ ১০২ এলাকায় এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় |
এই প্রকল্পের মূল উদ্দেশ্য স্থানীয় সমস্যাগুলি সরাসরি শুনে দ্রুত সমাধান করা | যাতে সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সমস্যার সমাধান সরকারি উদ্যোগেই পান । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি , প্রশাসনিক আধিকারিক ও বহু সাধারণ মানুষ ।
এলাকার বাসিন্দারা নিজেদের নানা সমস্যার কথা তুলে ধরেন এবং প্রশাসনের পক্ষ থেকে সেগুলির সমাধানের আশ্বাস দেওয়া হয়।
প্রকল্পের মাধ্যমে রাস্তা , আলো , পানীয় জলের ব্যবস্থা , নিকাশি, স্বাস্থ্য ও শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি অগ্রাধিকারের ভিত্তিতে সমাধানের পরিকল্পনা নেওয়া হয়েছে । স্থানীয়দের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।