শিলিগুড়ি , ২৯ মার্চ : নতুনভাবে সেজে উঠবে শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম । পাশাপাশি দীর্ঘদিন ধরে এই স্টেডিয়ামের যাদের আজীবন সদস্যপদ রয়েছে তাদের ফের বিভিন্ন অনুষ্ঠানের জন্য কার্ড দেওয়ার ব্যবস্থা করছে স্টেডিয়াম কমিটি | তবে এবার সেই কার্ড পেতে দিতে হবে পরিচয় পত্র ।
বুধবার , শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি সাংবাদিক বৈঠকে এমনটাই জানান শিলিগুড়ি মেয়র গৌতম দেব । তিনি বলেন , এর আগে যে স্টেডিয়াম কমিটি ছিল সেই সময় যাদের আজীবন সদস্যপদ রয়েছে তাদের যে কোনো অনুষ্ঠানের জন্য কার্ড দেওয়া হত। তবে , তখন প্রয়োজন ছিল না কোনো পরিচয় পত্রের এবং যে কেউ এসে সেই কার্ড নিয়ে যেতে পারত ।
তবে , এবার থেকে সেই পদ্ধতিতে বদল আনছে বর্তমান স্টেডিয়াম কমিটি । এবার থেকে যার নামে কার্ড রয়েছে তাকে পরিচয়পত্র দিয়ে সেই কার্ড সংগ্রহ করে নিতে হবে । আগামী ৪ এপ্রিল এই স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের জন্য ৩১, ১ ও ২ তারিখ সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কার্ড দেওয়া হবে। স্টেডিয়ামের ফোসিন গেটের থেকে এই কার্ড সংগ্রহ করা হবে বলে মেয়র জানান।
এর পাশাপাশি তিনি আরও জানান , এপ্রিল মাসের দুটো বেসরকারি অনুষ্ঠান হওয়ার পরে , এই মাঠে অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি অনুষ্ঠান ছাড়া কোন বেসরকারি অনুষ্ঠানকে দেওয়া হবে না। শুধু খেলার জন্য ব্যবহৃত হবে এই মাঠ ।