September 2, 2025
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Politics : ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জের , শ্রাবণী দত্তকে অব্যাহতি

শিলিগুড়ি , ২ সেপ্টেম্বর : ওয়ার্ডবাসীর সঙ্গে ঝামেলার জের | শিলিগুড়ি পুরনিগমের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রাবণী দত্তকে মেয়র পারিষদ পদ থেকে অব্যাহতি দিল পুরবোর্ড। অভিযোগ , মদ্যপ অবস্থায় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে অশোভন আচরণ করেন। এরপরই এই ঘটনায় রাজনৈতিক মহলে বিতর্কের ঝড় ওঠে ।

শিলিগুড়ি পুরনিগমে জরুরি সাংবাদিক বৈঠক ডেকে মেয়র গৌতম দেব আজ জানিয়ে দিলেন , দলের নির্দেশে এবং পুরবোর্ডের সিদ্ধান্তে শ্রাবণী দত্তকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ।

তিনি বলেন , ওয়ার্ডবাসীর সঙ্গে কাউন্সিলরের এ ধরনের আচরণ কখনওই মেনে নেওয়া যায় না । দলের ভাবমূর্তি নষ্ট হলে কঠোর ব্যবস্থা নেওয়া দলের নীতি ।

মেয়র আরও জানান , আপাতত ওই দপ্তরের দায়িত্ব অন্য একজন মেয়র পারিষদের উপর অর্পণ করা হয়েছে । পাশাপাশি , ওয়ার্ডবাসীদের অভিযোগ খতিয়ে দেখে ভবিষ্যতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *