শিলিগুড়ি , ২০ ফেব্রুয়ারী : ভর দুপুরে শহর শিলিগুড়িতে পরিত্যক্ত ব্যাগ ঘিরে বোমাতঙ্ক । অফিস ছেড়ে অনেকেই চলে আসেন রাস্তায় । তবে শেষটা জানলে একটু অবাক হবেন।
বৃহস্পতিবার শিলিগুড়ি টেলিফোন এক্সচেঞ্জের ভেতরে একটি লাল ব্যাগকে কেন্দ্র করে বোমাতঙ্কের সৃষ্টি হয় । অফিসের কর্মীদেরই প্রথমে ওই ব্যাগটি চোখে পড়ে । তারপরে শুরু হয় কৌতুহল কি রয়েছে ব্যাগের ভিতর |
খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায় । দ্রুত শিলিগুড়ি থানার পুলিশ স্নিপার ডগ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে । দীর্ঘক্ষণ ব্যাগটিকে পরীক্ষা-নিরীক্ষা করার পর ব্যাগ থেকে বেরিয়ে আসে সবজির খোসা । তবে কে এইভাবে ব্যাগটিকে অফিসের সীমানার ভেতরে রাখলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।