শিলিগুড়ি , ৮ এপ্রিল : ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । ধৃতের নাম দিলীপ বানসাল ।
গত ২৬ জানুয়ারী শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ীর এক ব্যবসায়ী প্রদীপ দাগা কাছে নিজেকে শিলিগুড়ির নয়াবাজার এলাকার এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী বলে পরিচয় দেয় দিলীপ বানসাল। এরপর প্রদীপ দাগার বিশ্বাস অর্জন করে তার কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা মূল্যের ৩০ ব্যাগ এলাচ নেন দিলীপবাবু। তিন দিনের মধ্যে ওই এলাচের মূল্য প্রদীপ বাবুকে দিয়ে দেবেন বলে জানান দিলীপ বানসাল।
বেশ কিছুদিন যাওয়ার পরও টাকা না দিলে প্রদীপবাবু বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। এরপরেই শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এদিকে বিষয়টি জানতে পেরেই গা ঢাকা দেন দিলীপ বানসাল।
ঘটনার তদন্ত নেমে শুক্রবার শিলিগুড়ির প্রণামী মন্দির রোড এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শনিবার অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।