শিলিগুড়ি , ১০ এপ্রিল : শিলিগুড়ির রাজা রামমোহন রায় রোডের পুরনো ম্যালেরিয়া অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা বিশাল সাহা পুলিশের জালে।
চড়া সুদের লোভ দেখিয়ে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ বিশাল এর বিরুদ্ধে ।
শিলিগুড়ি থানার পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ প্রতারণার অভিযোগে বিশাল কে গ্রেপ্তার করল । অভিযোগ , বিশাল প্রচুর মানুষকে চড়া সুদের লোভ দেখিয়ে প্রচুর টাকা হাতিয়ে নেয় । প্রথম এক দুই মাস মোটা টাকা সুদ দেওয়ার পর মূলধন নিয়ে চম্পট দিয়েছিল বিশাল । বিশাল সাহা প্রচুর মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা মোটা টাকার সুদ দেওয়ার লোভ দেখিয়ে নিয়ে তাদের সঙ্গে প্রতারণা করেছিল বলেই অভিযোগ জমা পড়েছিল পানিট্যাংকি আউট পোস্টে ।
এরপর তদন্তে নেমে পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে । অভিযোগ বাজার থেকে কয়েক কোটি টাকা সুদ দেওয়ার নাম করে সে তুলেছিল । বিশাল সাহাকে যারা টাকা দিয়েছিল তারা তার বাড়িতে এবং তার খোঁজ করতে করতে হয়রান হয়ে যায়। অবশেষে পুলিশের দ্বারস্থ হন তারা। অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত। ধৃতকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করে পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ।