শিলিগুড়ি , ১৯ মে : ব্যাবসায়ীর সাথে লক্ষাধিক টাকা প্রতারণার মামলায় গ্রেপ্তার এক | খবর করতে গেলে কোর্ট চত্বরে দাঁড়িয়ে কোর্ট পুলিশের সামনে সাংবাদিক কে প্রাণে মারার হুমকি ।
সম্প্রীতি শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশের কাছে একটি লিখিত অভিযোগ জমা করেন শহরের এক ব্যবসায়ী গৌরী শংকর গোয়েল । লিখিত অভিযোগ অনুযায়ী জগদীশ কুমার শর্মা , গৌরী শঙ্কর গোয়েল কে ব্যবসায় কাঁচামাল দেওয়ার প্রতিশ্রুতি দেয় এবং তার বিনিময়ে গৌরীশঙ্কর গোয়েলের কাছে থেকে অ্যাডভান্স ক্যাশ ৩০ হাজার টাকা এবং অনলাইনে ৪ লক্ষ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় জগদীশ কুমার শর্মা ।
অভিযোগ এডভান্স টাকা নেওয়ার পর টাকার বিনিময়ে মাল না দিয়ে , উল্টে গৌরীশংকর গোয়েলের সাথে সমস্ত রকম যোগাযোগ বন্ধ করে দেয় জগদীশ কুমার শর্মা। এই লিখিত অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে খালপাড়া ফাঁড়ির পুলিশ গ্রেপ্তার করে জগদীশ কুমার শর্মা কে । আজ খালপাড়া পুলিশের পক্ষ থেকে ৫ দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃত জগদীশ কুমার শর্মা কে শিলিগুড়ি মহাকুম আদালতে পেশ করা হয়।
শিলিগুড়ি মহাকুমা আদালতের মহামান্য বিচারপতি সমস্ত কিছু যাচাই করে ধৃতের বেল আবেদন খারিজ করে দু’দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। আর সেই খবর সংগ্রহ করতে যাওয়া তিনজন সাংবাদিককে কোর্ট চত্বরের মধ্যেই কোর্ট পুলিশের সামনেই অভিযুক্ত জগদীশ কুমার শর্মা অশ্লীল ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশের হুমকি দেয়।
“মুখ চিনে রাখলাম ছাড়া পেলে দেখে নেব , কেউ বাঁচাতে পারবে না” এমন ভাষাতেই সাংবাদিকদের আক্রমণ করে প্রতারণা মামলায় অভিযুক্ত ধৃত জগদীশ কুমার শর্মার।