Khabar Samay Bangla Blog অপরাধ Crime : গাড়ির টায়ার চুরির অভিযোগে গ্রেপ্তার ৪
অপরাধ

Crime : গাড়ির টায়ার চুরির অভিযোগে গ্রেপ্তার ৪

শিলিগুড়ি , ২৩ সেপ্টেম্বর : শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানা এলাকার প্রণামী মন্দির সংলগ্ন একটি গোডাউন থেকে ৩০ টি টায়ার চুরি যায় | সেই ঘটনার তদন্তে নেমে চার দুস্কৃতীর সহ ২৮ টি টায়ার উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ ।

ধৃতদের নাম পঙ্কজ তালুকদার , আমিরুল ইসলাম , রাহুল শিকদার ও আব্দুল নজরুল । ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গত ২০ তারিখ প্রণামী মন্দির রোডের এক টায়ারের গোডাউনের মালিক গোডাউন খুলতে এসে দেখেন , গোডাউনের দরজা ভাঙ্গা রয়েছে । ভেতরে ঢুকে দেখেন ৩০ টি টায়ার উধাও ।

এরপর ভক্তিনগর থানায় ওই ব্যক্তি চুরির ঘটনা নিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ওই চার দুষ্কৃতীকে ভক্তিনগর থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে রবিবার রাতে গ্রেপ্তার করে ।

তাদের জিজ্ঞাসাবাদ করে রাতে হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের একটি ঘর থেকে ২৮ টি টায়ার উদ্ধার হয় । বিক্রির উদ্দেশ্যে তারা ওই টায়ারগুলো সেখানে রেখেছিল । ধৃতদের সোমবার জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version