শিলিগুড়ি , ৮ ফেব্রুয়ারী : ফের ডাকাতির ছক বানচাল শিলিগুড়ি থানা পুলিশের | গতকাল রাতে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ |
ধৃতদের নাম পঙ্কজ বসাক , সোনা বাবু সাহানি , গোপাল শর্মা এবং পলাশ মন্ডল । গোপন সূত্রে খবর পাওয়া মাত্র শিলিগুড়ি থানার এন্টি ক্রাইমের পুলিশ বিশেষ অভিযান চালায় সূর্য সেন পার্কের কাছে মহানন্দা পাড়ায় নদীর চরে |
পুলিশ সূত্রে জানা গিয়েছে সেখানেই বেশ কয়েকজন দুষ্কৃতী জড়ো হয়েছিল অপরাধমূলক কাজ সংগঠিত করার জন্য | পুলিশ আসার খবর পেয়েই বেশ কয়েকজন দুষ্কৃতী পালিয়ে যায় সেখান থেকে । যদিও চার দুষ্কৃতীকে ডাকাতির উদ্দেশ্যে নিয়ে আসা একাধিক সরঞ্জাম সহ গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ |
আজ ধৃত চারজনকে আদালতে পেশ করে পুলিশ | অন্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ |