শিলিগুড়ি , ৯ মার্চ : মতিধর চা বাগানের ১২ ও ১৩ নম্বর সেকশনে খাঁচাবন্দী চিতাবাঘ । এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায় । এদিন সকালে চা বাগানের চৌকিদার চা বাগান ঘুরে দেখছিলেন। ঠিক তখনই তিনি দেখতে পান চিতা বাঘটি খাঁচা বন্দী হয়েছে এরপরেই খবর দেন বাগান কর্তৃপক্ষকে ।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চা বাগান কর্তৃপক্ষ । চা বাগান কর্তৃপক্ষ খবর দেন বনদপ্তরকে বন কর্মীরা চিতাবাঘটিকে পরে উদ্ধার করে নিয়ে যায় ।