Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Trade : চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ
উত্তরবঙ্গ ঘটনা দেশ

Trade : চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ

শিলিগুড়ি , ৫ অগাস্ট : ফের বন্ধ হয়ে গেল বৈদেশিক বাণিজ্য । বাংলাদেশ থেকে বার্তা পৌঁছানোর পরেই সোমবার সকাল থেকে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা সীমান্তে দিয়ে ভারত-বাংলাদেশ ও ভুটান-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য বন্ধ হয়ে রয়েছে ।

সোমবার থেকে বাংলাদেশে টানা তিনদিনের ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় । ফের বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য। ছাত্র আন্দোলন ঘিরে সেদেশে যে অগ্নিগর্ভ পরিবেশের সৃষ্টি হয়েছিল , তাতে আতঙ্কিত হয়ে ভিনদেশি পড়ুয়ারা সম্প্রতি বাংলাদেশ ছাড়েন।


চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গিয়েছে , সোমবার থেকে ফের তিনদিনের জন্য সীমান্ত বাণিজ্য বন্ধ থাকছে । চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও জানিয়েছেন , বাংলাদেশ থেকে তিনদিনের জন্য বাণিজ্য বন্ধের বার্তা এপারে এসেছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version