July 21, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ দেশ

SSB : তিন ক্যামেরুন প্রজাতন্ত্রের নাগরিককে আটক করল SSB

শিলিগুড়ি , ২১ জুলাই : সশস্ত্র সীমা বল (SSB) এর ৮ তম ব্যাটলিয়নের লোহেগড় বর্ডার আউট পোস্ট (BOP) এর একটি দল আজ সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তিনজন বিদেশী নাগরিককে আটক করেছে । তারা সকলেই ক্যামেরুন প্রজাতন্ত্রের নাগরিক . যারা বৈধ অনুমতি ছাড়াই ভারতে বসবাস করছিলেন। সাবালজোট সেক্টরে টহল দেওয়ার সময় এই তিনজনকে ধরা হয়েছিল ।

এসএসবি জানিয়েছে, এই তৃতীয় দেশের নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া বা তাদের অবস্থান সন্দেহজনক বলে প্রমাণিত হওয়া সত্ত্বেও তারা ভারতে বসবাস করছিলেন । তাদের নাম এবং বিবরণ নিম্নরূপ :
নাম : টজল ইভান
জাতীয়তা : ক্যামেরুনিয়ান
জন্ম তারিখ : ০১ মার্চ ২০০৫
ই-ভিসার মেয়াদ শেষ : ২১ জুলাই ২০২৪
নাম : সোয়েমোহো ক্লদ ইদ্রিস
জাতীয়তা : ক্যামেরুনিয়ান
জন্ম তারিখ : ০৭ মার্চ ১৯৯৮
ই-ভিসার মেয়াদ : ১৮ এপ্রিল ২০২৫
নাম : বোনহা এ. নয়াম সিলভেন
জাতীয়তা : ক্যামেরুন
জন্ম তারিখ : ১০ ফেব্রুয়ারী ১৯৯১
ই-ভিসা ইস্যু : ০৯ নভেম্বর ২০২৩
ই-ভিসার মেয়াদ : ০৭ নভেম্বর ২০২৪


বর্তমানে , তিনজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টির গুরুত্ব বিবেচনা করে তদন্তকারী সংস্থাগুলি বিস্তারিত তদন্ত শুরু করেছে ।
এসএসবি কর্মকর্তারা জানিয়েছেন যে ভারত-নেপাল সীমান্ত এলাকায় এই ধরনের সন্দেহজনক কার্যকলাপের বিষয়ে অতিরিক্ত নজরদারি বজায় রাখা হচ্ছে । যাতে কোনও নিরাপত্তা হুমকির সৃষ্টি না হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *