শিলিগুড়ি , ২৮ অগাস্ট : গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রাতে পাঁচ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার সাদা পোষাকের পুলিশ।
পুলিশের কাছে খবর আসে হিমালয়ানকন্যা আবাসন সংলগ্ন সর্বপল্লী এলাকায় জনা দশেক দুষ্কৃতী অপরাধমূলক কাজের ছক করছে । এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ | এই অভিযানের খবর পেয়ে বেশকয়েক জন পালিয়ে যেতে সক্ষম হলেও পাঁচ জনকে ধরতে সক্ষম হয় ভক্তিনগর থানার পুলিশ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয় অপরাধমূলক কাজ সংগঠিত করার নানান যন্ত্রপাতি ও অস্ত্র । ধৃতদের নাম আলমগীর শেখ মন্ডল , রোহিত সেবা , নিরঞ্জন মন্ডল, রাহুল মন্ডল এবং রাজেশ দাস । ধৃতদের আজ জলপাইগুড়ির আদালতে পেশ করা হয়।
অপরাধ
Crime : পাঁচ দুষ্কৃতী গ্রেপ্তার , পেশ আদালতে
- by Soumi Chakraborty
- August 28, 2025
- 0 Comments
- Less than a minute
- 139 Views
- 6 hours ago
