শিলিগুড়ি , ৩১ মার্চ : বিরিয়ানির মাংসে পোকা , ক্ষোভ ক্রেতাদের । আটক ৫ অভিযুক্ত ।
লেকটাউনের নামী এক বিরিয়ানির দোকানের মাংসে মিললো পোকা | আর তা ঘিরে চাঞ্চল্য ছড়ালো ক্রেতাদের মধ্য।
পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ডের লেকটাউনের একটি বিরিয়ানির (হাজী) দোকানে স্বল্প মুল্য বিক্রি হয় সুস্বাদু বিরিয়ানি ।
এক ক্রেতা রাত্রি ১১ টা নাগাদ বেশ কয়েক প্যাকেট মটন বিরিয়ানি কিনে বাড়ি নিয়ে যান । পরবর্তীতে পরিবারের সদস্যরা সেটা খেতে গেলে তাদের নজরে পরে মাংসে পোকা । সঙ্গে সঙ্গে বমি করে ফেলেন তারা । অনেকেই অসুস্থ বোধ করেন । সঙ্গে সঙ্গে সেই বিরিয়ানি গুলো দোকানে নিয়ে আসলে দোকানদার বিষয়টি অস্বীকার করে । ঘটনা জানাজানি হতেই ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় ও ক্রেতাদের মধ্যে । খবর দেওয়া হয় এনজেপি থানায় । এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ গিয়ে প্রথমে সমস্ত বিষয় তদারকি করে | পরে দোকানের ৫ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে ।
এমন ঘটনায় রীতিমতো অভিযোগের আঙ্গুল উঠছে পুরসভার দিকে । বিগত সময় খাওয়ার মান খতিয়ে দেখতে একাধিকবার পুরসভার খাদ্য দপ্তর উদ্যগ গ্রহন করলেও বর্তমানে এখন উদাসীন ।
অন্যদিকে ফোনের মাধ্যমে পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন সরকার জানান , সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে , দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।