March 12, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Gambling : আচমকা পুলিশের হানা , গ্রেপ্তার ৫ জুয়ারী

শিলিগুড়ি , ১৯ ফেব্রুয়ারী : নিউ জলপাইগুড়ি আই ও সির সামনে বেশ কিছুদিন ধরে একটি দোকানে বসছিল জুয়ার আসর । আচমকা পুলিশের হানা । পুলিশের জালে পাঁচ জুয়ারী ।

পুলিশের চোখে ধুলো দিয়ে আই ও সির সামনে একটি দোকানের ভেতরে প্রতিদিন রাত ৯ টা থেকে রাত দুটো পর্যন্ত চলত ওই জুয়ার আসর । গতকাল রাত দশটা নাগাদ ওই জুয়ার ঠেকে হানা দেয় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । অভিযানে ধরা পড়ে ৫ জন ।

ধৃতদের নাম মিন্টু মন্ডল, শ্রীবাস মল্লিক, শমভু মন্ডল, গোবিন্দ বিশ্বাস এবং পবন অধিকারী । ধৃতদের মধ্যে পবন অধিকারী মূল অভিযুক্ত । পবন অধিকারী ওই জুয়ার ঠেক বসাচ্ছিল |

এই ঘটনায় সুজিত নামে একজনকে খুঁজছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । বুধবার ধৃতদের জলপাইগুড়ি তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *