শিলিগুড়ি , ২৫ অক্টোবর : ৪১ নম্বর ওর্য়াডে জ্যোতিনগরের পাওয়ার হাউজের ঠিক পেছনে দাম বাড়িতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত বাড়ির একাংশ । গৃহকর্তা রতন দাম পরিবার নিয়ে দুর্গা মায়ের দর্শনে গিয়েছিলেন । বাড়িতে রতনবাবুর ভাস্তি একা ছিলেন | ধোঁয়া দেখতে পেয়ে খবর দেন অন্যদের ।
আগুনের খবর পৌঁছতে সদস্যরা পুজো দেখার মাঝেই বাড়ি আসেন | ততক্ষণে প্রথম তলার রতন দামের ঘর সম্পূর্ণ আগুনের কবলে পরে যায় । প্রাথমিক ধারনা ঘরের মাছের একোরিয়ামে বিদ্যুৎ সংযোগের ফলে এই আগুন লেগেছে । উৎসবের দিনের জন্য রাস্তায় ভিড় থাকায় দমকলের ইঞ্জিন আসতে সময় লাগে।
এলাকাবাসী ও বাড়ির অন্যান্য সদস্যদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । আগুন নিয়ন্ত্রণে আসার আগেই ঘরের ভেতর থাকা ফ্রিজ , টিভি সহ অন্যান্য আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয় । দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছতে সাময়িক বিলম্ব হয় | আগুন লাগার প্রথমিক অনুমান ঘরে থাকা মাছের একোরিয়ামের বিদ্যুৎ সংযোগ বলে অনুমান করা হয় । রতনবাবুর ভাই বিশ্বজিৎ দাম জানান দাদার ঘর সম্পূর্ণ শেষ |