December 27, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : বাড়িতে অগ্নিকাণ্ড , আতঙ্কে জনতা পাড়া

শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : এনজেপি আইওসি রোডে অবস্থিত বাড়িতে অগ্নিকাণ্ড | আতঙ্কে জনতা পাড়া এলাকার মানুষ ।

শিলিগুড়ির এনজেপি আইওসি রোড সংলগ্ন ৩৫নম্বর ওয়ার্ডের জনতা পাড়ায় শুক্রবার সন্ধ্যায় একটি বাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় । স্থানীয় বাসিন্দারা জানান আচমকা বাড়ির ভেতর থেকে ধোঁয়া এবং আগুনের শিখা বের হতে দেখা যায় । তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বিভাগে ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন । আগুনের তীব্রতা দেখে পরে আরও দুটি ইঞ্জিন এসে পৌঁছে আগুন নেভানোর কাজে যোগ দেয় । প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকলকর্মীরা । বাড়ির বেশ কিছু অংশ এবং ভেতরের আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে ।

প্রাথমিক অনুমান , শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত । তবে সঠিক কারণ জানতে দমকল কর্তৃপক্ষ ও প্রশাসন তদন্ত শুরু করেছে । হতাহতের খবর নেই |

স্থানীয়দের অভিযোগ , এলাকায় বৈদ্যুতিক সংযোগের রক্ষণাবেক্ষণে দীর্ঘদিন ধরেই গাফিলতি রয়েছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *