August 6, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : মালুটার চা বাগানে আগুন , ভস্মীভূত বাড়ি

শিলিগুড়ি , ৬ অগাষ্ট :  কার্শিয়াং এর মালুটার চা বাগানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত দেবেন্দ্র সুব্বার বাড়ি |

কার্শিয়াং মহকুমার অন্তর্গত মালুটার চা বাগানের দোকানদারা বুধবার দুপুরে প্রথম আগুন দেখতে পান | অগ্নিকাণ্ডের জেরে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল দেবেন্দ্র সুব্বার বসতবাড়ি । আগুনের তীব্রতায় আশেপাশের আরও কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে ।

স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে । সৌভাগ্যবশত,এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি ।

আগুন লাগার কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় । ঘটনার তদন্ত শুরু করেছে কার্শিয়াং থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *