শিলিগুড়ি , ১৩ নভেম্বর : শহরে আগুন , ঘটনাস্থলে দমকলের চারটে ইঞ্জিন |
শিলিগুড়ির খালপাড়ার একটি বহুতল আবাসনের ছাদে আগ্নিকান্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রবিবার রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ খালপাড়ার একটি বহুতল আবাসনের ছাদ থেকে ধোঁয়া বের হতে দেখেন এলাকাবাসীরা। তড়িঘড়ি খবর দেওয়া হয় শিলিগুড়ি অগ্নিনির্বাপক কেন্দ্রে । ঘটনাস্থলে পৌঁছায় দমকলের চারটে ইঞ্জিন ৷ শহরের অন্যতম জতুগৃহ খালপাড়া নয়াবাজার এলাকা। মূলত ব্যাবসায়িক প্রতিষ্ঠান। উত্তর-পূর্ব ভারতের প্রধান বিজনেস হাব খালপাড়া নয়াবাজার। আবাসন থেকে আবাসিকদের বের করে নিয়ে আসা হয়। মুহুর্তের মধ্যে খালি করে দেওয়া হয় আশেপাশের বিভিন্ন আবাসনের আবাসিকদের৷ ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি মেয়র গৌতম দেব সহ ডেপুটি মেয়র রঞ্জন সরকার।
মেয়র গৌতম দেব জানান , ” শহরে একাধিক আগুনের ঘটনা খুবই দুঃখজনক। একটি আগুন নিয়ন্ত্রণে আনার সাথে সাথে আরেকটি আগুন। আগুন নিয়ন্ত্রণে আনাই বড় চ্যালেঞ্জ ছিল। পরে আগুন লাগার কারন নিয়ে বিশ্লেষণ করব। মানুষের পাশে আছি।”
দমকলের চারটি ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে ৷ তবে আগুন লাগার কারন এখনও জানা যায়নি।