March 12, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Fire : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি দোকান

শিলিগুড়ি , ১৩ ফেব্রুয়ারী : জলপাইমোড় সংলগ্ন এলাকায় গতকাল রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড । অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি দোকান । যেমনটা অনুমান করা যাচ্ছে শর্ট সার্কিট থেকে প্রায় পাঁচ থেকে ছয়টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে । দোকান গুলিতে মজুত ছিল সিলিন্ডার । যার জেরে আগুন ভয়াবহ আকার ধারণ করে । খবর দেওয়া হয় দমকল কর্মীদের ।

দমকল কর্মীরা আসার সঙ্গে সঙ্গে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে । তৎক্ষণাৎ ছুটে আসলেও বেশ কয়েকটি দোকানে আগুন ছড়িয়ে পড়ে । যেহেতু দোকান গুলিতে সিলিন্ডার মজুত ছিল সেই কারণেই আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে ।

তবে এ বিষয়ে দমকলের অফিসার ধর্মেন্দ্র কৃষ্ণ রায় জানান , কিভাবে আগুন লেগেছে টা তদন্ত করে দেখতে হবে |
এ বিষয়ে স্থানীয় দোকানদাররা জানান , দমকল খবর পাওয়া মাত্রই চলে এসেছিল । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে দোকানের সামনে ছিল ট্রান্সমিটার | সেখান থেকেই শর্ট সার্কিট হয়ে আগুন ছড়িয়ে পড়ে বলে প্রাথমিক অনুমান । ঘটনার পর থেকে জলপাইমোড় সংলগ্ন এলাকায় বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল বিদ্যুৎ পরিষেবা ।

এদিন ঘটনাস্থলে শিলিগুড়ির মেয়র গৌতম দেব আসেন । তিনি জানান , কীভাবে আগুণ লাগলো তা দমকলের সঙ্গে কথা বলে বুঝতে হবে ।

অন্যদিকে দমকলের অফিসার অমিত মন্ডল জানান , আজ সকালেও দমকলের দুটো ইঞ্জিন এসেছে । আগুন গাছের ভেতরে ছড়িয়ে পড়ায় সে আগুন দেখা যাচ্ছে না । পরবর্তী কাজ বনদপ্তরের । গাছের বাইরে থেকে কোন আগুনেরই অবশিষ্ট অংশ দেখা যাচ্ছে না ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *