শিলিগুড়ি , ১৮ অক্টোবর : ধনতেরাসের দিনে শহর জুড়ে চলছে লক্ষ্মী গণেশের পুজো আর কেনাকাটার রীতি । কেউ কিনছেন পিতল বা কাসার বাসনপত্র , কেউ আবার নতুন ঝাড়ু বা ছোট্ট দেবদেবীর মূর্তি । সোনার দোকানগুলোতেও দেখা যাচ্ছে ভিড় , তবে সেই ভিড়ের জৌলুসের আড়ালে লুকিয়ে রয়েছে ব্যবসায়ীদের হতাশা ।
শিলিগুড়ির বিধান মার্কেট , হিলকার্ট রোড , মহাবীরস্থান বাজার সব জায়গায় একই ছবি । দোকান সাজানো , আলোকসজ্জা সম্পূর্ণ , তবু বিক্রির গতি নেই বললেই চলে ।
ব্যবসায়ীদের একাংশের বক্তব্য , পণ্যের দাম বেড়েছে অনেক , কিন্তু ক্রেতা নেই হাতে টাকা নিয়ে । অনেকেই আবার মনে করছেন , পাহাড়ের বিপর্যয় পরিস্থিতির প্রভাব পড়েছে সমতলের বাজারেও । ফলে বাইরে থেকে আগত ক্রেতার সংখ্যা আগের বছরের তুলনায় অনেক কম ।
একজন ব্যবসায়ী বলেন , “ধনতেরাস মানেই একটু ভাল বিক্রির আশা করি । কিন্তু এ বছর সকাল থেকে বিকেল , দোকানে ভিড় থাকলেও ক্রেতারা কিনছেন না । শুধু দেখে যাচ্ছেন।” অন্য একজনের কথায়, “বছরের এই সময়ে যা বিক্রি হতো, তার অর্ধেকও হচ্ছে না।”
সব মিলিয়ে উৎসবের আমেজ থাকলেও ব্যবসায়ী মহলের মনখারাপ ।