শিলিগুড়ি , ১১ ডিসেম্বর : বড়দিনকে সামনে রেখে বুধবার শিলিগুড়ি পুরনিগমের সভা কক্ষে আয়োজিত হল প্রস্তুতি বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ি মেয়র গৌতম দেব , ডেপুটি মেয়র রঞ্জন সরকার , পর্যটন দফতর , এসডিআইসিও , এসডিও শিলিগুড়ি , ডিসিপি ট্রাফিক সহ শিলিগুড়ি ইউনাইটেড ক্রিশ্চিয়ান ফোরামের প্রতিনিধিরা ।
বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেব জানান , ২২ ও ২৩ ডিসেম্বর বড়দিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজিত হবে । খ্রিস্টান সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনকে সঙ্গে নিয়ে এ বছরের অনুষ্ঠান আরও বৃহৎ ও আকর্ষণীয়ভাবে করার পরিকল্পনা নেওয়া হয়েছে ।
মেয়র আরও জানান , ২২ ডিসেম্বর একটি বিশেষ শোভাযাত্রা বের করা হবে | শহরের প্রধান প্রধান রাস্তা আলোকসজ্জায় সাজানো হবে সারি সারি লাইট দিয়ে , যা উৎসবের আমেজ বাড়াবে ।
বড়দিন থেকে নববর্ষ এই পুরো সময় জুড়ে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠান , সাজসজ্জা ও উৎসব মুখর পরিবেশ বজায় থাকবে । শহর সাজানো থাকবে ১ জানুয়ারি পর্যন্ত ।

