শিলিগুড়ি , ৩১ জানুয়ারী : সরস্বতী পুজোয় শিলিগুড়িতে বিশেষ চমক ১৮ ফুটের প্রতিমা । শিলিগুড়ির কুমারটুলির শিল্পী রাজু সাহার হাত ধরে কুমারটুলিতে তৈরি হচ্ছে এই প্রতিমা। এবছর এই প্রতিমা শিলিগুড়ি কলেজের তরফে অর্ডার দেওয়া হয়েছে | বিগত কয়েক বছরের ইতিহাসে এই প্রথম শহর শিলিগুড়িতে ১৮ ফুটের সরস্বতী প্রতিমা তৈরি হতে চলেছে বলে জানান শিল্পী রাজু সাহা ।
শেষ লগ্নে জোর কদমে এই ১৮ ফুটের সরস্বতী প্রতিমা নির্মাণের কাজ করে চলেছেন শিল্পী রাজু সাহা ও তার অন্যান্য কারিগররা । তাদের দাবি এ বছর শিলিগুড়ি কলেজের এই ১৮ ফুটের সরস্বতী প্রতিমা নজর কাড়তে চলেছে শহরবাসীর কাছে ।