শিলিগুড়ি , ২১ এপ্রিল : অবৈধ দোকানের উপর আবারও শিলিগুড়ির পুরনিগমের পক্ষ থেকে অভিযান । শিলিগুড়ি শহরে বিভিন্ন রাস্তায় উপরে অবৈধভাবে বেশ কিছু দোকান সাজিয়ে বসছেন । এর ফলে যানবাহন থেকে শুরু করে পথ চলতি মানুষরা চলাফেরা করতে সমস্যা হয় । শিলিগুড়ি পুরনিগমের পক্ষ থেকে একাধিকবার অবৈধ দোকান গুলো উচ্ছেদ অভিযান চালায় ।
এরপরেও পুনরায় সেই দোকানগুলো রাস্তার উপরেই সাজিয়ে বসে । শুক্রবার শিলিগুড়ির পুরনিগমের পক্ষ থেকে প্রশাসনিক কর্তারা আবারও সেই দোকানগুলোর ওপর উচ্ছেদ অভিযান শুরু করে । শিলিগুড়ি কোর্ট মোড়ের সামনে অবৈধভাবে বেশ কিছু দোকান রাস্তা দখল করে বসে থাকে। কোর্ট মোড় থেকে হাশমিচক যাওয়া পর্যন্ত দু ‘ধারে যে রাস্তার উপরে দোকানগুলো বসে থাকে তাদের দোকান সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছিল। তারা প্রশাসনিক কর্তাদের কথা না শুনে প্রত্যেক দিন এভাবেই দোকান সাজিয়ে ব্যবসা করতেন। আজ সকালে সেই সব দোকান গুলোকে ভেঙ্গে দেওয়া হয় | জিনিসপত্র তুলে নিয়ে যাওয়া হয় । যদিও বা এই দোকানগুলো সরিয়ে নিয়ে যাওয়ার সময় বিক্ষোভে মুখে পড়তে হয় প্রশাসনিক কর্তাদের। এরপর পুলিশ প্রশাসনের সহযোগিতায় সেইসব দোকানগুলো উঠিয়ে নিয়ে যাওয়া হয়।