July 3, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Siliguri : শিলিগুড়ি পেল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি

শিলিগুড়ি , ১৭ এপ্রিল : অবশেষে শিলিগুড়ি শহর পেল দ্বিতীয় বৈদ্যুতিক চুল্লি । যার ফলে বেশ কিছুটা সময়ের অপচয়ের হাত থেকে রেহাই পাবেন শব যাত্রীরা।
প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের উদ্যোগে শিলিগুড়িতে তৈরি হয়েছিল কিরণচন্দ্র শ্মশান ঘাটের বৈদ্যুতিক চুল্লি । দুটি চুল্লি দিয়ে শুরু হয় শবদাহ প্রক্রিয়া।

পরবর্তীতে একটি চুল্লি বিকল হলে একটি চুল্লি দিয়েই শবদাহ প্রক্রিয়া চলতে থাকে । ফলে চরম নাজেহাল হন শবযাত্রীরা । অন্যদিকে শবদাহের চাপ কমাতে সাহুডাঙ্গিতে তার বিকল্প একটি চুল্লি তৈরি করে এস জে ডি এ ।

এবার শিলিগুড়িতে শবদাহের চাপ কমাতে চুল্লি তৈরি করার উদ্যোগ পুরনিগমের । সোমবার সেই দ্বিতীয় চুল্লির উদ্ভোধন করলেন , শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব । উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার , কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া ,চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ অন্যান্য বোর্ড সদস্যরা।

মেয়র গৌতম দেব জানান ,মানুষের দাবি মেনে ১ কোটি ৫৩ লক্ষ ৫৩ হাজার ৯৭৩ টাকা ব্যায়ে এই চুল্লি তৈরি করা হয়েছে । আরও আনুষাঙ্গিক কিছু কাজ রয়েছে , তাও দ্রুত শেষ করা হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *