শিলিগুড়ি , ৬ ফেব্রুয়ারী : অসম থেকে আগত অংকন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের দার্জিলিং ভ্রমণের সুযোগ করে দিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ও অসম প্রদেশ।
গত বছর ১৪ নভেম্বর অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসম সাংগঠনিক পর্যালোচনা কমিটির মুখ্য সমন্বয়ক দুলু আহমদের নেতৃত্বে এক বিরাট অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয় |যেখানে প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে । তারমধ্যে ৮০ জন ছাত্রছাত্রী জয় লাভ করে । সেই ৮০ জন ছাত্র-ছাত্রীদের মধ্যে ৭৫ জন ছাত্রছাত্রীকেই শিক্ষামূলক ভ্রমণে দার্জিলিঙে নিয়ে আসা হল বৃহস্পতিবার ।
এদিন গুয়াহাটি থেকে ক্যাপিটাল এক্সপ্রেসে শিলিগুড়ি জংশন স্টেশনে এসে পৌঁছায় ৭৫ জন ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকরা । এছাড়াও সঙ্গে ছিলেন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অসম কনভেনার তড়িৎ চ্যাটার্জি সহ অন্যান্যরা ।
এদিন ছাত্রছাত্রী ও বাকিদের স্বাগত জানাতে জংশন স্টেশনে উপস্থিত ছিলেন শিলিগুড়ির উপমহানাগরিক রঞ্জন সরকার , দু’নম্বর ওয়ার্ড কাউন্সিলর তথা ১ নম্বর বোরো চেয়ারম্যান গার্গী চ্যাটার্জী , ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রামভজন মাহাতো , এক নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঞ্জয় পাঠক সহ অন্যান্যরা । সফল ছাত্র ছাত্রীদের ফুলের তোড়া , মিষ্টির প্যাকেট দিয়ে স্বাগত জানান উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা । পাশাপাশি এই দিন প্রায় ৩০ টি গাড়ি জংশন স্টেশন পার্কিংয়ে রাখা থাকে ছাত্রছাত্রীদের জন্য। সেই গাড়ি করেই দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেন ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবক।
এই বিষয়ে আসাম তৃণমূল কংগ্রেসের কনভেনার তড়িৎ চ্যাটার্জি জানান এই দার্জিলিং ভ্রমণ বাচ্চাদের আরও উৎসাহিত করে তুলবে। এবং আজকের এই দিনকে আরো স্মরণীয় করে তুলবে বাচ্চাদের কাছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসকে ধন্যবাদ জানান তিনি বাচ্চাদের এইভাবে স্বাগত জানানোর জন্য।